ঢাকা বুধবার, ২৬ মার্চ ২০২৫, ১২ চৈত্র ১৪৩১ | বেটা ভার্সন

সুপরিকল্পিত প্রকৌশলের মাধ্যমে নগরীকে ঢেলে সাজাবো: মেয়র ডা. শাহাদাত

সুপরিকল্পিত প্রকৌশলের মাধ্যমে নগরীকে ঢেলে সাজাবো: মেয়র ডা. শাহাদাত

চট্টগ্রাম নগরীর যোগাযোগ ব্যবস্থা আধুনিক ও টেকসই করতে সুপরিকল্পিত প্রকৌশল কাঠামো গড়ে তোলার ঘোষণা দিয়েছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) মেয়র ডা. শাহাদাত হোসেন। তিনি বলেছেন, যানজট নিরসন, সড়ক নিরাপত্তা এবং দীর্ঘমেয়াদী উন্নয়ন পরিকল্পনার মাধ্যমে নগরীর যোগাযোগ ব্যবস্থায় দৃশ্যমান পরিবর্তন আনা হবে।

রোববার (২৩ মার্চ) টাইগারপাসস্থ চসিক কার্যালয়ে প্রকৌশল বিভাগের সঙ্গে মতবিনিময় সভায় এসব কথা বলেন মেয়র। তিনি জানান, নগর উন্নয়নকে গতিশীল করতে প্রতি সপ্তাহে প্রকৌশল বিভাগের সঙ্গে অগ্রগতি পর্যালোচনা সভা করা হবে।

মেয়র ডা. শাহাদাত বলেন, “চট্টগ্রাম দেশের দ্বিতীয় বৃহত্তম শহর ও প্রধান বাণিজ্যিক কেন্দ্র হলেও অনেক সড়কের বেহাল দশা। যানজট, অপরিকল্পিত রাস্তা এবং অবৈধ পার্কিংয়ের কারণে নগরবাসী প্রতিদিন দুর্ভোগে পড়ছেন। এসব সমস্যা সমাধানে সুস্পষ্ট পরিকল্পনা নিয়ে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।”

তিনি জানান, নগরীর ব্যস্ততম সড়ক প্রশস্ত করা, যান চলাচলের জন্য আলাদা লেনের ব্যবস্থা করা এবং আধুনিক ট্রাফিক সংকেতব্যবস্থা চালু করা হবে।

সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে পর্যাপ্ত ফুটপাত ও ফুটওভার ব্রিজ নির্মাণের ওপর জোর দেন মেয়র। তিনি বলেন, “পথচারীদের চলাচল নির্বিঘ্ন করতে ফুটপাত সম্প্রসারণ ও সুষ্ঠু ব্যবস্থাপনা নিশ্চিত করা হবে। বিশেষ করে স্কুল, কলেজ ও হাসপাতালের সামনে ট্রাফিক নিয়ন্ত্রণ ব্যবস্থা শক্তিশালী করা হবে।”

বর্ষা মৌসুমে সামান্য বৃষ্টিতেই নগরীর বিভিন্ন এলাকা পানির নিচে তলিয়ে যায়, যা নাগরিক দুর্ভোগের প্রধান কারণ। মেয়র বলেন, “নগরীর পানি নিষ্কাশন ব্যবস্থা উন্নত করতে আধুনিক ড্রেনেজ সিস্টেম গড়ে তুলতে হবে। বর্জ্য নিষ্কাশনের ব্যবস্থা নিশ্চিত করতে হবে, যাতে জলাবদ্ধতার সমস্যা সমাধান হয়।”

নগরীর সৌন্দর্যবর্ধন ও নিরাপত্তা নিশ্চিতে পর্যাপ্ত স্ট্রিটলাইট ও এলইডি বাতি স্থাপনের নির্দেশ দেন মেয়র। তিনি বলেন, “ফ্লাইওভার, ব্যস্ত সড়ক, আবাসিক এলাকা, পার্ক ও গুরুত্বপূর্ণ মোড়ে পর্যাপ্ত আলোকসজ্জা নিশ্চিত করতে হবে।”

চসিকের উন্নয়ন কার্যক্রমের জন্য পর্যাপ্ত অর্থের প্রয়োজন উল্লেখ করে মেয়র বলেন, “নগর ভবনের একটি অংশ ব্যাংকসহ আর্থিক প্রতিষ্ঠানের কাছে ভাড়া দেওয়া হবে, যাতে চসিকের নিজস্ব আয় বৃদ্ধি পায়।”

সভায় চসিকের প্রধান প্রকৌশলী আনিসুর রহমান, তত্ত্বাবধায়ক প্রকৌশলী ফরহাদুল আলম, নির্বাহী প্রকৌশলী আশিকুল ইসলামসহ প্রকৌশল বিভাগের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। তারা নগর উন্নয়নে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেন।

চসিক,মেয়র,নগরী
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত